হাইমচর উপজেলা ঐতিয্যবাহী বিদ্যাপিঠ হাইমচর সরকারী মহাবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে শিক্ষার্থীদের সাথে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচরে শিক্ষার মান উন্নয়নে ডা. দীপু মনি হাইমচর মহাবিদ্যালয়কে সরকারী ও ডিগ্রি কলেজ রুপান্তরিত করেছেন। তিনি আরো বলেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে বিশে^র কাছে হাইমচরকে পরিচিত লাভ করতে হবে।
হাইমচর সরকারী মহাবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া আওয়ামীলীগ সরকার আমলে হাইমচরে ব্যাপক উন্নয়নে তথ্য চিত্র শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
হাইমচর উপজেলা হলরুমে হাইমচর সরকারী মহাবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরদ্দিন আলী আহম্মেদ,উপজেলা যুবলীগ সদস্য ওমর ফারুক (পলাশ), ছাত্রলীগ নেতা মিশু প্রমুখ।
প্রতিবেদক: বিএম ইসমাইল
৭ ডিসেম্বর,২০১৮