আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”শীর্ষক কার্যক্রমের আওতায় জেলার শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে (১০ ডিসেম্বর ) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে চাঁদপুর স্টেডিয়ামে এসে শেষ হয়।
র্যালি শেষে চাঁদপুর ষ্টেডিয়ামের হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার চাঁদপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদের সভাপ্রধানে ও রহিমুন্নেসা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আফরোজা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন।
এ সময় তিনি বলেন, ‘ বেগম রোকেয়ার স্বামী ছিলেন একজন ম্যাজিস্টে্ট। তার স্বামী সাখাওয়াত হোসেন এর অনুপ্রেরণায় তিনি বেগম রোকেয়া হয়েছেন। দেশে নারীর ক্ষমতায়ন বাস্তবায়নে শেখ হাসিনার ভূমিকা অপরসীম। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। নারীর ক্ষমতায়নকে আমাদের এগিয়ে নিতে হবে। দেশের জনসংখ্যার ১৬ কোটির অর্ধেক নারী। দেশের প্রত্যেকটি সেক্টর এখন নারীরা এগিয়ে।
তিনি আরো বলেন, নারীদের কে ছোট করে দেখার দিন শেষ। বেগম রোকেয়াকে অনুপেরণা করে দেশের নারী সমাজকে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যেতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান প্রফেসার মাসুদা নূর খান।
এসময় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনা, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী,আত্ম নিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, মতলব দক্ষিনণর শ্রেষ্ঠ জয়িতা ফরিদা বেগম, সাবিনা ইয়াসমিন,এনজিও কর্মী লায়লা আক্তার,পীর মহসিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম, দশম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তার,সূর্যের হাসি ক্লিনিকের ম্যানাজার বেবী সাহা প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর,২০১৮ রোববার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur