চাঁদপুর-৩ (সদর হাইমচর)আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নাম ঘোষনা করায় শোকরানা দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মুনিরা ভবনের হলরুমে জেলা বিএনপির আয়োজনে এ শোকরানা দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা ওলামা দলের সভাপতি মাওলানা গোলাম মাওলার মোনাজাত পরিচালনায় দোয়ায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, যুগ্ন আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনীর চৌধুরী,সেলিমুস সালাম, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, যুবদলের সাবেক সভাপতি শাহজালাল মিশন সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী, পৌর কাউন্সিলর ডি এম শাহজাহান, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল,সাধারণ সম্পাদক হাবিব ভূইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী প্রমুখ।
এছাড়া শোকরানা দোয়ায় অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম
০৮ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur