বিশ্বে এই প্রথম হীরা খচিত বিমান! সংযুক্ত আরব আমিরতে বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসের অফিসিয়াল টুইটার থেকে করা একটি পোস্টে দেখা যায় হীরা খচিত একটি বিমান টারম্যাকে দাঁড়িয়ে আছে।
এখানে দেখা যায় উপরিভাগ হীরা ও অন্যান্য গ্রহরত্ন দিয়ে সজ্জিত। আর সেই ছবিই এখন নেট দুনিয়ায় ভাইরাল।
তাছাড়া এমিরেটস এয়ারলাইন রত্নখচিত বোয়িং ৭৭৭ বিমানটিকে ‘ব্লিং ৭৭৭’ বলে উল্লেখ করেছে। এদিকে সাধারণ মানুষ যারা প্রথমবার এই বিমানের ছবিটি দেখেছেন, তাদের অনেকেই বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন।
কিন্তু জানা যায় বিমানটি সত্যি সত্যিই হীরা শোভিত নয়। এটি আসলে সম্পাদিত একটি ছবি। সারা শাকিল নামের একজন শিল্পী এটি করে পোস্ট করেছিলেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এদিকে তার এই ছবিতে প্রায় ৫৫ হাজার মানুষ লাইক করেছে।
বার্তা কক্ষ
০৮ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur