Sunday, April 26, 2015 07:04:30 PM
বিনোদন প্রতিবেদক :
আলোচিত মডেল, অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। গত ২৩ এপ্রিল ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। এরপর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওটি ১ লাখেরও বেশি মানুষ দেখেন। বাংলাদেশের কোনো মিউজিক ভিডিওর দ্রুত সময়ে সবচেয়ে বেশি মানুষ দেখার রেকর্ড এটি। এই সাফল্যে দারুণ খুশি হ্যাপী।
হ্যাপি বলেন, ‘মিউজিক ভিডিওটি এত মানুষের মধ্যে আগ্রহ তৈরি করবে ভাবিনি। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। সবার ভালোবাসা সামনের দিনগুলোতে আরও ভাল কাজ করতে উৎসাহ যোগাবে। আমরা এই সাফল্য উদযাপন করব রবিবার সন্ধ্যায়। সবাই মিলে গেট-টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
‘নীল আকাশে কালো মেঘ জমেছিল একদিন। কী ভুল আমি করেছিলাম বলোনি কোনোদিন। জানি তুমি আসবে ফিরে, স্বপ্নভরা জীবন নিয়ে…।’ এই গানটির সুর করেছেন জুয়েল মোর্শেদ এবং কণ্ঠ দিয়েছেন কনা ও ফাহিম ইসলাম। আর রাশেদ মজুমদারের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম ও নাজনীন আক্তার হ্যাপি।
এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur