Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / চাঁদপুর -৩ আসনে ধানের শীষ পেলেন শেখ ফরিদ আহমেদ মানিক
Manik-nomination..
মনোনয়নপত্র হাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর -৩ আসনে ধানের শীষ পেলেন শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর -৩ সদর ও হাইমচর আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল ৩ টায় তিনি গুলশান অফিস থেকে দলীয় মনোনয়নের চিঠি হাতে পান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর বিএনপি ও ধানের শীষের ঘাঁটি। জনগণ ভোট দিতে পারলে ইনশাল্লাহ বিজয় আমাদের সু-নিশ্চিত।

মনোনয়নের চিঠি পেয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষারত চাঁদপুরের নেতাকর্মীদের সাথে মিলিত হন। পরে শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের উদ্দেশ্য রওনা হন। বুধবার (২৮ নভেম্বর) জেলা রিটার্নিং অফিসারের নিকট তাঁর মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
২৭ নভেম্বর, ২০১৮

Leave a Reply