নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতির ওপর ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের দু’দিন ব্যাপি প্রশিক্ষণ বুধবার (১৪ নভেম্বর ) অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ৯ টায় অর্থ বিভাগের সরকারি‘ব্যয় ব্যবস্থাপনায় শক্তিশালীকরণ’ কর্মসূচির ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ দু’দিন ব্যাপি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান।
চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস হাসান হাফিজুর রহমান ভূঁঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিন সার্জন মো.সাইদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মো.মিজানুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা হিসাবরক্ষক কর্মকর্তা অমিল চন্দ্র সরকার ।
জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আব্দুল কাইয়ুমে’র পরিচালনায় প্রশিক্ষক ছিলেন অর্থ মন্ত্রালয়ের অর্থ বিভাগের আইএমইডি’র উপ-সচিব মীর আব্দুল আউয়াল, সিনিয়র সহকারী সচিব মো.তাজুল ইসলাম, পিইএমএসপি’কর্মসূচির আইটি ইঞ্জিনিয়ার মো.স¤্রাট রেজা রবিন,তাপস কুমার চৌধুরী প্রমুখ।
প্রশিক্ষণে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ২৫ জন প্রধান কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রতিবেদক : আনোয়ারুল হক
১৪ নভেম্বর ,২০১৮ বুধবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur