প্রতারণার অপকৌশল হিসেবে তিনি কখনো সাংবাদিক, কখনো মানবধিকার কর্মী, সাংগঠনিক ব্যক্তিত্ব আবার কখনো নির্যাতিত মানুষের জন্যে আইনী সহায়তাকারী। এসব অপকৌশলের জন্যে অস্ত্র হিসেবে ব্যবহার করেন নানা পদ উল্লেখিত ভিজেটিং কার্ড।
ভুলে ভরা বানানের এ ভিজিটিং কার্ডে লেখা তিনি একজন সাংবাকি (সাংবাদিক), মানবাধিকার কর্মী ও নির্বাচন পর্যবেক্ষক। নাম মো. আরিফুর রহমান সাগার (সাগর)। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিলশা সিটি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তার ভিজেটিং কার্ডে দেয়া তথ্যানুযায়ী এটি নাকি একটি স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক ও আত্মকর্মসংস্থান হিসেবে পরিচিত।
এছাড়া সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ল্যাগিলে (সঠিক হলো লিগ্যাল) এইড সেন্টার হিসাবে পরিচিতির চেষ্টা। এছাড়াও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনও রয়েছে তাঁর।
সাংবাদিক পরিচয়ের জন্যে স্টাফ রিপোর্টার হিসেবে নিজেকে জাহির করছেন দৈকিন (সঠিক শব্দ দৈনিক) সন্ধ্যাবাণী। যে পত্রিকা আদৌ প্রকাশ হয় কিনা জানেন না কেউ।
অথচ ভিজিটিং কার্ডে আরো সেবা দেওয়ার কথা উল্লেখ করেছেন নির্যাতিত নারী ও পুরুষদের কথিত আইনী সহায়তাসহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আরিফুর রহমান সাগার (সাগর)।
হরেক রকমের কাজের কাজী প্রতারক আরিফ প্রতিনিয়ত জেলার কোন না কোন উপজেলা গিয়ে চষে বেড়াচ্ছেন। কখনো বাল্য বিয়ের অনুষ্ঠানে গিয়ে কনে পক্ষের বাড়িতে হানা, কখনো গ্রাম্য কবিরাজ, ড্রেজার, স-মিল, বেকারী, ঔষুধের দোকানসহ গ্রামের অসহায় মানুষের কাছে গিয়ে আইনী সহায়তার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
প্রতারণার কৌশল জানাতে গিয়ে ভুক্তভোগী হাজীগঞ্জের মৈশাইদ গ্রামের জহির হোসেন ও সুবিদপুর গ্রামের বিল্লাল হোসেন বলেন, ‘গত কিছু দিন পূর্বে সাংবাদিক পরিচয় দিয়ে ড্রেজার কাজ বন্ধ অবস্থায় এবং সড়কের পাশে কেন বাড়ি করলাম বলে প্রশাসনের ভয় ভীতি দেখিয়ে টাকা নিয়ে যায়। অনেক বলার পর তার ভিজিটিং কার্ডটি পেয়েছি।’
তার প্রতারণা শুধু হাজীগঞ্জ নয়, খোঁজ নিয়ে জানা যায় পুরো জেলা জুড়ে এ ধরনের ভিজিটিং কার্ডে ভুয়া পদ পদবী ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে এ চক্র।
এ বিষয়ে কার্ডধারী আরিফুর রহমানের সাথে যোগাযোগ করে কোথায় আছেন জানতে চাইলে হাইমচরে আছেন বলে জানান। হাজীগঞ্জের একাধিক জায়গা ও ব্যক্তি থেকে কেনো টাকা নেয়া হয়েছে বলে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে সরাসরি দেখা করবে বলে ফোন কেটে দেন।’
স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur