চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মাসিক ওপেন হাউজ ডে সোমবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় মডেল থানায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, অপরাধী যেই হউক কোনো ছাড় দেয়া হবে না, বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান অত্যান্ত কঠিন। মাদক বিক্রেতা, সেবনকারী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট যে কেউ বিন্দু মাত্র ছাড় পাবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িতদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীদের নাম ঠিকানা আমরা অবশ্যই গোপন রাখবো।
তিনি আরো বলেন শহরে আইনসৃন্খলা স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর, যেকোনো পরিস্হিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
মডেল থানার অফিসার ইনর্চাজ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও জেলা কমিউনিটি পুলিশিং এর (সিপিআই) ইন্সপেক্টর হারুনুর রশিদের পরিচালনায়, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা, পৌর কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি জামাল হোসেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কমিউনিটি পুলিশিং অঞ্চল-১ এর সভাপতি শিরু মাঝি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
৫ নভেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur