চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের কর্মচারী সমিতির সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার,সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া ও সদস্য মো.শরিফ মিয়ার অকাল মৃত্যুতে রোববার (৪ নভেম্বর) বিকেলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে । চাঁদপুর সরকারি হাসপাতাল মিলনায়তনে জেলা স্বাস্থ্য বিভাগ সরকারি কর্মচারী সমিতির আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম।
চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের সরকারি কর্মচারী সমিতি চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আল আমিন ডাক্তারের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা মো.আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ, সমিতির সহ-সভাপতি হারুন রশিদ,সাংগঠনিক সম্পাদক মো.আবুল হাশেম,সাধারণ সম্পাদিকা বিউটি বেগম, চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের সরকারি কর্মচারী সমিতির ফরিদগঞ্জ উপজেলার কমিটির সহ-সভাপতি ফারুক হোসেন, হাইমচর উপজেলার সহ সভাপতি মো.শামসুজ্জামান, মতলব দক্ষিণ উপজেলার সহ-সভাপতি রজ্জব আলী।
এসময় চাঁদপুর জেলা সাস্থ্য বিভাগের সরকারী কর্মচারী সমিতির সভাপতি স্বর্গীয় নারায়ন চন্দ্র মজুমদারের স্ত্রী কনিকা মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার ছেলে মোঃ শাওনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
৪ নভেম্বর ,২০১৮ রোববার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur