‘সামাজিক সমস্যা নির্মূলে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’সমস্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাদক ও ইভটিজিং এখন সমাজের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ মাদক নির্মুল করতে না পারলে আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তাই এখনি সময় সামাজিক সমস্যাগুলো সম্মিলিতভাবে প্রতিরোধ করা। এ ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন সবচেয়ে ভালো ফল দিতে পারে। মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক সমস্যা নির্মূলে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’
তিনি শুক্রবার(২ নভেম্বর) বাদজুমা চাঁদপুর সদর উজেলার কল্যাণপুর ইউনিয়নের আমানউল্লাপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদে খতমে শাফা উপলক্ষে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকাবাসী আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্যা খান। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আইয়ুব আলী খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা ।
আরো ছিলেন ময়দানখোলা বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো. বাদশা খান, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনির গাজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাবুদ্দিন গাজী, আশিকাটি ইউনিয়ন যুবলীগ নেতা বিল্লাল হোসেন খান,মসজিদ কমিটির সহ-সভাপতি মো.সিরাজ খান,সহ-সাধারণ সম্পাদক হোসেন তহবিলদার, কোষাধ্যক্ষ মো. নান্নু খান, সদস্য যথাক্রমে বাবুল তহবিলদার ও হাসান তহবিলদার প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরাজীকান্দি আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক ও ময়দানখোলা বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মহিব উল্লাহ। এতে আমানউল্লাপুর ও রালদিয়া গ্রামের কয়েক শ’ মুসল্লী অংশগ্রহণ করেন।
করেসপন্ডেন্ট
২ নভেম্বর, ২০১৮ শুক্রবার