Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জে অস্ত্রসহ নৌকা প্রতীকের ১২ কর্মী আটক
ফরিদগঞ্জে অস্ত্রসহ নৌকা প্রতীকের ১২ কর্মী আটক
প্রতীকী ছবি

ফরিদগঞ্জে অস্ত্রসহ নৌকা প্রতীকের ১২ কর্মী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৮নম্বর পাইকপাড়া ইউনিয়নের শাহাপুর সরকারি কেন্দ্রে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর ১২ কর্মীকে ২টি পিস্তলসহ আটক করেছে পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় চাঁদপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদেরকে আটক করে।

এসময় তাদের গাড়ী থেকে আরো প্রায় ৫০টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হচ্ছে: সাদ্দাম হোসেন (২৮), বাঁধন পাটওয়ারী (৩৫), ফয়সাল (৩২), রাজন (৩০), আলমগীর (৪০), জুয়েল শেখ (১৭), রিয়াদ হোসেন (৩৫), মিজানুর রহমান (১৮), সৈকত পাটওয়ারী (২৬), মিন্টু (২৪), রেজাউল করিম (২৫) ও সোহেল হোসেন (২৮)।

পুলিশ জানায়, কেন্দ্র দখল করার জন্য আটক নৌকা মার্কার কর্মীরা ঘটনার সময় অস্ত্রসহ কেন্দ্রের মধ্যে ২টি মাইক্রোসবাসহ অবস্থান করছিলো। খবর পেয়ে পুলিশ তাদেরকে এসব অস্ত্রসহ হাতেনাতে আটক করে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান বলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শওকত বিএসসির কর্মীদের আগ্নেয়াস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

: আপডেট ৪:১৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৬, শনিবার
ডিএইচ

মাজহারুল ইসলাম অনিক[/author]