চাঁদপুরের ফরিদগঞ্জের ১৪ ইউনিয়নের দিনব্যাপী বিচ্ছিন্ন সংঘর্ষ, একাধিক কেন্দ্র দখল আর স্থগিতের মধ্য দিয়ে শেষ হয়েছে ইউপি নির্বাচন।
শনিবার সকাল সাড়ে ৮টায় গুপ্টি নিউনিয়নের আস্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ করতে দেখা যায়।
ঘন্টাখানেক পরে ভোট কেন্দ্রে শুরু হয় বিশৃঙ্খলা। আইন শৃঙ্খলা বাহিনীর টিম কঠোর হাতে দমন করতে না পারায় রীতিমতো পুলিশ, আনসার, পোলিং অফিসারসহ ও প্রিজাইডিং অফিসারকে মারধর করতে থাকে নৌকার কর্মীরা। তাদের হাত থেকে রেহাই পেতে প্রীজাইডিং অফিসারের রুমে আবদ্ধ হন সবাই।
এসময় পোলিং অফিসার শরীফ উল্ল্যাহ সাংবাদিকদের দেখে বলেন, ‘ভাই কি দোষ ছিলো আমার, আমারে এভাবে মারলো। কিছু বুঝার আগেই ছেলেরা কেন্দ্রে ঢুকে চেয়ার দিয়ে মারতে শুরু করে। আমার হাত-পা থেকে রক্ত বের হচ্ছে। এখানে আসাটাই কি আমার অপরাধ?।’
পরে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোগ্রহণ স্থগিত করে দেন।
শরীফুল ইসলাম [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur