চাঁদপুরে কচুয়ায় মধ্য বাজারের পাল সুপার মার্কেটে ব্যাংকিং লেনদেন ও উন্নত গ্রাহক সেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে রোববার (২৮ অক্টোবর) ইউসিবি এজেন্ট আউটলেট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে কচুয়া পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন অন্তরের সভাপতিত্ব ও উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মানিক মজুমদার সোহাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দে, বাজার কমিটির সভাপতি জাকির হোসেন (বাটা), উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনী ভূষন মজুমদার তাপু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল,বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় কৃষ্ণ মজুমদার, ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিল্টন সমার্দার, ব্যবসায়ী বিকাশ সাহা, হাবীব উল্লাহ হাবিব, এজেন্ট রনজিত দত্ত ভুলু ও মার্কেটের পরিচালক টুটুল পাল প্রমুখ। এসময় বাজারের ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন-স্বপ্নীলকন্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, কচুয়া শাখার সভাপতি কবি ও লেখক আলী আক্কাস তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউর করিম,সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু সহ বাজারের অন্যান্য ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা ও সূশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur