চাঁদপুর শহরের নতুন বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান শনিবার (২৭ অক্টোবর ) সকালে অনুষ্ঠিত হয়েছে । নতুন বাজার নিউ মার্কেটের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘ যে কোনো প্রতিষ্ঠান কিংবা সংগঠনের প্রতি যদি কারো আন্তরিকতা বা টান না থাকে তাহলে সে প্রতিষ্ঠান প্রাণ পায় না। যার কারণে অনেক সংগঠন বা প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যায়।
নতুন বাজার অনেক প্রাচীনতম একটি বাজার। এ বাজারের ঐতিহ্য আগের তুলনায় অনেকটা হারিয়ে গেছে। তাই বাজারের ওই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্রেতা সাধারণের সাথে ভালো আচরণ করতে হবে। পণ্যের মান বাড়াতে হবে এবং ন্যায্য মূল্য থাকতে হবে। সবকিছু মিলিয়ে ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করলে এমনিতেই নতুন বাজার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।’
তিনি আরো বলেন, ‘একই সাথে বাজারের পরিবেশ সুন্দর রাখতে সব সময় পরিস্কার পরিছন্নতা রাখতে হবে। তার জন্য আমরাও পৌরসভার পক্ষ থেকে পরিছন্নকর্মী দিয়ে নিয়মিত আর্বজনা পরিস্কার করানো হয়। এ সমিতির উন্নয়নের জন্য কিছু করার জন্য আমার সবসময় আন্তরিক চেষ্টা ও সহযোগিতা থাকবে। ’
প্রধান বক্তা চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন ‘বাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, ‘আজ আমি তাদের স্মরণ করছি, যারা এ শহরটাকে সুন্দর ভাবে গড়ার জন্য কাজ করে গেছেন। নতুন ্যবসায়ী সমিতির এ অনুষ্ঠানের মধ্যদিয়ে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। ’
চাঁদপুর শহরের এ নতুন বাজারটি একসময় অনেক ঝাকঝমক ছিলো। অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করতো। কিন্তু আগের তুলনায় এখন আর নতুন বাজারটি সে ঝাকজমকপূর্ণ নেই। তাই আমার বিশ্বাস এই ব্যবসায়ী সমিতির কর্মকান্ডের মাধ্যমে নতুন বাজার আবারো তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। এ কমিটিতে যাঁরা আছেন তারা যদি সম্মিলিত ভাবে উন্নয়ন মূলক কাজ করেন কিংবা একটু নতুনত্ব সৃষ্টি করেন- তাহলে নতুন বাজার আবার আগের রূপে ফিরে আসবে। একই সাথে এ এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড নির্মূল করে আমরা নতুন বাজারকে নতুন রূপে গড়ে তুলবো।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির ও সমিতির নির্বাহী সদস্য মুক্তিযুদ্ধা আবু তাহের পাটওয়ারী।
নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনুর পরিচালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক মো.ওমর পাটওয়ারী, সহ সভাপতি দেলোয়ার হোসেন খান, কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম আই মমিন খান, সমিতির নির্বাহী সদস্য তাফাজ্জল হোসেন এজডু পাটওয়ারী ও এস এম সালাউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন সমিতির কার্যকরী সদস্য হাজী আব্দুল শুক্কুর মিয়াজী। এসময় নতুন বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:কবির হোসেন মিজি
২৭ অক্টোবর ২০১৮