চাঁদপুরের কচুয়ার নলুয়া বাজারে বুধবার (২৪ অক্টোবর ) ১১ টায় কাজল কনফেকশনারীতে প্রকাশ্যে চুরি সংগঠিত হয়েছে। এসময় অজ্ঞাত এক চোর ওই দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায় ।
দোকানের পরিচালক নাছির উদ্দিন রুবেল বলেন, ‘ঘটনার সময় আমার বাবা হাজী রফিকুল ইসলাম দোকানে ছিলেন। অজ্ঞাত যুবক ‘ কদুর তৈল’ ক্রয়ের নামে দোকানে এসে ভিড়াভিড়ের এক পর্যায়ে হঠাৎ কেশ বাক্স থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায়।’
চোরের পরিচয় বের করতে দোকানের সিসি ক্যামেরা থেকে সনাক্তের চেষ্টা চলছে। এদিকে নলুয়া বাজারের কাজল কনফেশনারীতে প্রকাশ্যে দিবালোকে চুরির এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
২৪ অক্টোবর ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur