Home / সারাদেশ / সড়ক দুর্ঘটনায় নিহত ইমরানের কুলখানী অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত ইমরানের কুলখানী অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় নিহত ইমরানের কুলখানী অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার সখিপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ইমরান সরদারের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সখিপুর উচ্চ বিদ্যালয় মসজিদে গত ২২ এপ্রিল বাদজুমা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বয়ান ও দোয়া করেন হাজী শরীয়তউল্লাহ (রহঃ) এর বংশধর, বাহাদুরপুরের পীরে কামেল হাজি মুবিনউদ্দিন আহমাদ নাওশীন মিয়ার ছেলে, দক্ষিণ আফ্রিকার দারুল উলুম আজাদভিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফেজ মোহাম্মদ হানজালা।

দোয়ার মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন ও সহপাঠীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাদজুমা সখিপুর থানা মসজিদ, মোল্লা মার্কেট মসজিদ, মাদ্রাসা মসজিদসহ ৮/১০টি মসজিদে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এর আগে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম করা হয়।

বাদ আসর সখিপুর থানাধীন চর-পাইয়াতলী আলী হোসেন সরদার কান্দি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান সুমন সরদার এতে স্বাগত বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মরহুম ইমরান সরদার দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনের চাচাতো ভাই আঃ মান্নান সরদারের ছোট ছেলে। সখিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র ইমরান সরদার ১৮ এপ্রিল বিকেলে পড়তে যাওয়ার সময় বিদ্যালয় সংলগ্ন রাস্তায় মালবাহী নছিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে ইমরানের আত্মীয়-স্বজন, সহপাঠীসহ পুরো সখিপুরবাসী শোকাচ্ছন্ন হয়ে যায়। সদা হাস্যোজ্জল ইমরান এলাকার সর্বস্তরের মানুষের প্রিয়মুখ ছিলো।

পরদিন ১৯ এপ্রিল বিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ইমরানকে দাফন করা হয়।

: আপডেট ৮:১১ পিএম, ২৪ এপ্রিল ২০১৬, রোববার
ডিএইচ