চাঁদপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে মাদরাসা শিক্ষকদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত রোববার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় চাঁদপুর সদরের বাগাদী আহমদিয়া ফাযিল মাদরাসায় অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাও. আবু আব্দুল্লাহ মুহাম্মদ খানের সভাপ্রধানে বক্তব্য রাখেন নিসচার জেলা সভাপতি এম এ লতিফ, মাদরাসার উপাধ্যক্ষ মাও. মো. আহসানুল্লাহ ও প্রভাষক মাও. পীরজাদা মাহফুজ উল্যাহ খান ইউসুফী, মাও. আনম ফখরুল ইসলাম মাছুম, নিসচার জেলা সহ-সভাপতি মাও. মুহাম্মদ আবদুর রহমান গাজী ও সাংগঠনিক সম্পাদক মুসাদ্দেক আল আকিব।
কর্মশালায় অংশ নেন মাদরাসার প্রভাষক গিয়াসউদ্দিন সরকার, মো.সরোয়ারুল ইসলাম , মাও. মো. মাইনুদ্দিন পাটওয়ারী , মৌ.আবু বকর সিদ্দিক,মৌ.মুজাম্মেল হোসাইন,মৌ.বশির উল্যাহ গাজী,ওছমান গণি মুন্না ও রৌশন আরা বেগমসহ অন্যন্য শিক্ষক মন্ডলি।
কর্মশালায় বক্তারা বলেন, ‘এক সময় নিরাপদ সড়ক ইলিয়াস কাঞ্চনের একক দাবি হলেও বর্তমানে তা প্রতিটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, বর্তমান সরকারও এ দাবির প্রতি একাত্মতা পোষন করে নিরাপদ সড়ক বাস্তবায়নে সোচ্চার। তাই আমাদের সকলকে স্ব স্ব অবস্থান থেকে নিরাপদ সড়ক বাস্তবায়নে কাজ করেেত হবে।’
শিক্ষকদের উদ্যোশে নিসচার নেতৃবৃন্দ বলেন, ‘শিক্ষক সমাজ হচ্ছেন দেশের মানুষ গড়ার কারিগর। আপনারই পাড়েন একজন শিক্ষার্থী বা এ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে। যেহেতু নিরাপদ সড়ক প্রতিটি মানুষের দাবি। তাই এটি বাস্তবায়নে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আপনারা শিক্ষকরা যদি শ্রেণি কক্ষে নিরাপদ সড়ক বিষয়ে শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনা দেন,তাহলে তারা সড়কে চলাচলে আরো সচেতন হবে। আর এতে করেই সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে।’
প্রতিবেদন : আশিক বিন রহিম
১৪ অক্টোবর,২০১৮ রোববার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur