Wednesday, 22 April, 2015 01:30:15 AM
লাইফস্টাইল প্রতিবেদক :
প্রেমিক-প্রেমিকার সম্পর্ক এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একে অপরে বিষয়ে কত কিছুই না জানতে চায়। একজন কে ঘিরে অন্য জনের মনে বহু প্রশ্ন থাকে। কিন্তু সব প্রশ্ন তারা করতে চান না বলেই জানান বিশেষজ্ঞরা। এখানে দেখে নিন এমনই কিছু প্রশ্ন যা প্রত্যেক ছেলেই তার প্রেমিকা বা পরিচিত মেয়েটিকে জিজ্ঞাসা করতে চান। কিন্তু করেন না অথবা প্রশ্ন না করে নিজেরাই তা বোঝার চেষ্টা করেন।
১. তুমি আমার সব বিষয়ে এতো কিছু জানতে চাও কেন? মূলত নারীরা প্রেমিকের সব বিষয়ে নাক গলাতে চান যা ছেলেরা চান না।
২. তোমার প্রিয় কুকুরের জন্মদিন মনে রাখতে হবে কেন? মেয়েরা প্রতিটি বিশেষ দিন-তারিখ পরিষ্কার মনে রাখতে পারেন। প্রেমিকার জন্মদিনও ভুলে যান অনেক প্রেমিক। সেখানে তার প্রিয় কুকুরের জন্মদিনের কথা মনে রাখাটা গুরু দায়িত্বে পড়ে না বলেই মনে করেন পুরুষরা।
৩. আমার সঙ্গে ওই মেয়েটা কথা বলতে চাইছে কেন? সাধারণত ছেলেরা এ বিষয়টি নিয়ে বেশ চিন্তায় থাকেন। তাদের সাবেক গার্লফ্রেন্ড আবারো সম্পর্ক এগিয়ে নেওয়ার পাঁয়তারা করেন। আর এটি বর্তমান প্রেমিকার কাছে প্রশ্ন আকারে তুলতে চান না প্রেমিকরা।
৪. বন্ধুদের সঙ্গে আমার আড্ডা তুমি মেনে নিতে চাওনা কেন? ছেলেরা বন্ধুদের নিয়ে আড্ডা দিতে চায়। কিন্তু প্রেমিকা তা মেনে নিতে নারাজ।
৫. তোমার ওই বান্ধবীদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দাও না কেন? এটা ছেলেদের মনে দারুণ ঘুরপাক খায়। কিন্তু তা প্রশ্ন আকারে তুলে ধরা খুবই বিপজ্জনক।
৬. আকর্ষণীয় নারীর সঙ্গে কি আচরণ করতে হয়? এটা মেয়েরাই সবচেয়ে ভালো বলতে পারেন। কিন্তু তা কখনো প্রেমিককে বলেন না। আর ছেলেরাও তা জিজ্ঞাসা করতে পারেন না।
৭. ছেলেদের দেহের কোন অংশ মেয়েদের কাছে আকর্ষণীয়? সব ছেলেই তা জানতে চায়। কিন্তু জিজ্ঞাসা করার সাহস জোগাতে পারেন না।
৮. ছেলেদের পরিপাটি হয়ে থাকার বিষয়টি মেয়েরা কি চোখে দেখেন? এটা বলতে চাইবে না প্রেমিকা। ছেলেদের তা বুঝে নিতে হয়।
৯. অন্তরঙ্গ সময়কে আরো রোমাঞ্চকর করা যায় কিভাবে? মনে খেদ থাকলে বিষয়টি নিয়ে কথা বলতে চান ছেলেরা। কিন্তু তা কখনো মুখে প্রকাশ করতে পারেন না।
১০. কোনো মেয়ে মোবাইল নম্বর দিলে ঠিক কত সময় পর তাকে ফোন দেওয়া উচিত? এটা বেশ চিন্তায় ফেলে ছেলেদের। কিন্তু প্রেমিকার কাছে জানতে চাইতেও পারেন না।
১১. প্রথম ডেটিংয়ে একটা মেয়ের মন কাড়তে কি করতে হয়? যেহেতু বর্তমান প্রেমিকাকে ছেড়ে নতুন প্রেম করতে চাইছেন না, কাজেই এ প্রশ্ন তার কাছে তোলা বিপদজনক। কিন্তু সব ছেলেই তা জানতে চায়।
১২. তুমি কি আমাকে বন্ধু ভাবো, নাকি অন্যকিছু? কোনো মেয়ের সঙ্গে সখ্যতা গড়ে ওঠার পর ছেলেদের মনে এ প্রশ্নটি জাগে। কিন্তু কখনো মেয়েটিকে জিজ্ঞাসা করতে পারেন না।
১৩. তোমাকে খুশি করতে আমার কোন কাজের অর্থ হয় না? ছেলেরা মেয়েদের খুশি করতে অনেক কিছু করেন। কিন্তু এর মধ্যে বেশ কিছু কাজ করে কোনো লাভ হয় না। সেই কাজগুলো কি কি, তার ফিরিস্তি জানাতে চান না নারীরা।
১৪. সব সময় সন্তান নিতে চাও কেন? বিয়ের পর বা বিয়ের পরের পরিকল্পনা নিয়ে আলোচনায় এ কথাটি বলতে চান ছেলেরা। কিন্তু হিতে বিপরীত হতে পারে বিধায় তা আর বলেন না।
১৫. সব কাজে এত সময় নষ্ট করো কেন তুমি? সাজগোজে মেয়েরা প্রচুর সময় ব্যয় করেন। এ বিষয়ে ছেলেরা অস্থির হয়ে পড়লেও অভিযোগ তুলতে চান না। কারণ তারা জানেন যে, বিষয়টি সহজাত।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes