Tuesday, 21 April, 2015 04:45:45 PM
চাঁদপুর টাইমস এক্সক্লুসিভ
প্রতি রাতে মেয়র প্রার্থী আনিসুল হকের প্রেমে পড়তেন তসলিমা নাসরিন, এমনটাই মন্তব্য করলেন তসলিমা নাসরিন তার ফেসবুকে।
মেয়র প্রার্থী আনিসুল হক কে নিয়ে তসলিমা নাসরিন যা লিখলেন, ফেসবুক থেকে ‘চাঁদপুর টাইমস’ পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো:
ফেসবুকে দেখছি আনিসুল হক নাকি ঢাকায় নির্বাচন করছেন,
এই সেই আনিসুল হক!
এখনো চেহারাটা আগের মতোই. যৌবনে কী যে অবশ করে দেওয়া সুদর্শন ছিলেন!
টেলিভিশনে রাতের দিকে কী একটা অনুষ্ঠান করতেন. ওঁর চোখ, ওঁর হাসি, ওঁর কন্ঠস্বর আমাকে সত্যি সত্যি পাগল করত.
প্রতি রাতে ওঁর প্রেমে পড়তাম. আমার প্রেম দেখে আমার ছোট বোনও ওঁর প্রেমে পড়ে বসলো. প্রেম জিনিসটা সত্যিই সংক্রামক.
আনিসুল হককে নিয়ে আমার আর বোনের মধ্যে কী বিশাল যুদ্ধ বেঁধে গেল. আমাদের মুখ দেখাদেখি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল. সম্ভবত আমি একটা প্রেমের চিঠি আনিসুল হককে পাঠাব বলে ঠিকই করে ফেলেছিলাম. আর ওদিকে বোনটিও আমার অগোচরে ওঁকে একটা চিঠি পাঠিয়ে দিল.কিছুদিন পর আনিসুল হকের প্রেম-প্রেম একটা চিঠি এলো বোনের কাছে. চিঠিটা আমার হাতেই পড়েছিল. আমার কি আর প্রাণে সয়!
পুরনো সেসব দিনের কথা মনে পড়ছে আর আমার ঠোঁটের কোণে প্রজাপতির মতো উড়ে উড়ে হাসি এসে বসছে. আমার বোনটা যখন এই লেখাটা পড়বে, খুব জোরে হাসবে নাকি আমার মতো নিশব্দে!
কৈশোর যখন যায়, একেবারেই কি যায়?
চাঁদপুর টাইমস/ডিএইচ/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur