চ্যানেল নাইনে রমজান মাস জুড়ে প্রচারিত বাংলাদেশের একমাত্র ইসলামী জ্ঞানের রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী ২০১৬ এর চট্টগ্রাম কেন্দ্রের বাছাই পরীক্ষা রোবাবর শহরের বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় লিখিত পরিক্ষায় প্রায় দেড় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যথেকে ৫০ জন প্রতিযোগী মৌখিক পরীক্ষায় অংশ নেয়।
মৌখিক পরীক্ষার বোর্ডে আলোকিত জ্ঞানী’র উপস্থাপক মুফতি সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, বাইতুশ শরফ কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. সাইয়েদ আবু নুমান, আই আই ইউ সি’র সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ এমদাদ হোসেন ও বিশিষ্ট আলেম মাওলানা নুরুল আমিন মাহদি দায়িত্ব পালন করেন।
আগামী ১ মে ঢাকা ও চাঁদপুরের বাছাইপর্ব একযোগে অনুষ্ঠিত হবে। চাঁদপুরের বাছাইপর্ব প্রেস ক্লাব হলরুমে আয়োজন করা হবে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur