চাঁদপুর সদর মডেল থানায় বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) ও নবাগত ওসি ইব্রাহীম খলিলের হাতে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়ছে। বুধবার (১২ সেপেটম্বর) দুপুরে বিদায়ী ওসি ওয়ালী উল্লাহ অলী থানার সকল পুলিশ অফিসারের উপস্থিতিতে দায়িত্ব ভার তুলে দেন।
নবাগত ওসি ইব্রাহিম খলিল চাঁদপুর কোট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৭ সেপ্টম্বর তার মডেল থানায় বদলি হয়। থানার সকল কার্যাক্রম শেষে আজ দুপুরে দায়িত্ব বুজে নেন নবাগত ওসি।
বিদায়ি ও বরণ অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক হারুনুর রশিদের পরিচালনায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন, বিদায়ী ওসি ওসি ওয়ালীউল্লাহ ওলি, নবাগত ওসি ইব্রাহীম খলিল, তদন্ত ওসি মাহাবুবুর রহমান মোল্লা, নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল মোস্তফা, পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ আবদুর রশিদ।
প্রসঙ্গত, চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে গত সপ্তাহে ৪ থানার ওসি রদবদল হয়েছে। এবার চাঁদপুর মডেল থানার ওসিকে পুলিশ লাইনস্ এ প্রত্যাহার এবং তার স্থলে চাঁদপুর কোর্ট ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিল যোগদান করেছেন। আর নবাগত ওসি মো. ইব্রাহীম খলিল এর পূর্বে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে অত্যান্ত সুনামের সাথে দয়িত্ব পালন করেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur