চাঁদপুর নতুন বাজার ফাঁড়ির পুলিশের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামী এবং স্থানীয় মাদক ব্যবসায়ী মানিক পাটোয়ারী হৃদয় (২৩) কে শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে আটক করা হয়েছে।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.সিরাজুল মোস্তফার নেতৃত্বে চাঁদপুর কেন্দ্রিয় কারাগার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক হৃদয় চাঁঁদপুর শহরের তালতলা এলাকায় বাসিন্দা ।
তার বিরুদ্ধে ৫ টি মাদকদ্রব্য, ১টি ডাকাতি ও ১টি বিষ্ফোরক এবং ২টি অন্যান্য মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানায়।
প্রতিবেদক : আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur