চাঁদপুর শহরে একই দিনের মধ্যে হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছে গুয়াখোলা রোডের বাসিন্দা হাসান গাজী (৪৮), কবর স্থান রোডের লিটন খান (৩৫) ক্লাব রোডর সাদ্দাম হোসেন (৩০)। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিন ও রাতে তারা মৃত্যুবরণ করেন।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) বাদ জুম’আ শহরের মাদরাসা রোডস্থ লঞ্চঘাট এলাকার রেলওয়ে দারুল উলুম মাদ্রাসা মাঠে উল্লেখিত ৩ ব্যাক্তির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।নামাজে জানাযায় ইমামতি করেন রেলওয়ে দারুল উলুম মাদরাসা মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ ক্বারী রশিদ আহম্মেদ।
বক্তব্য রাখেন হাসান গাজীর ছোট ভাই ও সাবেক পৌর কাউন্সিলর হোসেন গাজী, লিটন খানের ফুফাত ভাই মো.হোসেন মাঝি ও সাদ্দামের পক্ষে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ ক্বারী রশিদ আহম্মেদ।
নামাজে জানাযায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো.সফিকুজ্জামান, দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো.রোকনুজ্জামান রোকন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাড.সলিম উল্যাহ সেলিম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জাল হোসেন চান্দু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
আপডেট,বাংলাদেশ সময় ৬:১০ পিএম ৭ সেপ্টেম্বর ২০১৮,শুক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur