চাঁদপুরের আলোচিত সাবেক পুলিশ সুপার শামসুন্নাহার এবার গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪১ জন নারী-পুরুষকে আটক করেছেন। আটকদের আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের নবাগত পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে বৃহস্পতিবার রাতে টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১২০ জনকে আটক করা হয়। এরমধ্যে ৫২ জন নারী ও ৬৮ জন পুরুষ। আটকদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে একই অভিযোগে বুধবার রাতে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২১ নারী পুরুষকে আটক করা হয়। এদের মধ্যে ৯ জন নারী ও ১২ জন পুরুষ। পরদিন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur