Home / উপজেলা সংবাদ / হাইমচর / ‘খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড সমাজকে অন্ধকার থেকে আলোর মুখ দেখায়’
‘খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড সমাজকে অন্ধকার থেকে আলোর মুখ দেখায়’

‘খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড সমাজকে অন্ধকার থেকে আলোর মুখ দেখায়’

হাইমচর উপজেলায় উত্তর আলগী ইউনিয়নে মেঘনার পাড়ের ছাত্র সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট্র সমাজ সেবক চরভৈরবী ইউনিয়নের কৃতি সন্তান ও হাইমচর উপজেলার বি.এন.পির সহ সংগঠনিক সম্পাদক হাজী মোঃ আক্তারুজ্জামান হাওলাদার বলেন, খেলাধুলা ও সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড সামাজকে অন্ধকার থেকে আলোর মুখ দেখায়।

মঙ্গলবার(২৮ আগষ্ট) বিকেল ৪ টায় হাইমচর উপজেলার উত্তর ইউনিয়নে মেঘনার পাড়ে ছাত্রসমাজ উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ড পারে ছাত্র ও তরুন সমাজকে অন্যায়, অবিচার, দূর্নীতি, মাদক ও সন্ত্রাস এর বিরুধে রুখে দাড়াতে। এসব কর্মকান্ডের মাধ্যমে যুব সমাজকে কাজে লাগাতে প্রত্যেক এলাকার জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রীতি ফুটবল প্রতিযোগিতায় পুরুস্কার বিতরন অনুষ্টানে উপজেলার ছাত্রদল সহ সাধারন সম্পাদক শরিফ হোসেনের সভাপতিত্বে ও গাজী ফয়সাল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা পলাশ সিকদার, মামুন গাজী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি:মোঃ ইসমাইল

Leave a Reply