চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজ¯^) মোহাম্মদ জামাল হোসেন বলেছেন, নামজারী জমাখারিজে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা নিতে পারবে না। নামজারী করতে এসে মানুষ যেনো ভোগান্তির শিকার না হয় সে দিকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ই-নামজারী ব্যবস্থাপনা বিষয়ক ৪ দিন ব্যাপি ব্যবহারকারী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অনলাইনের মাধ্যমে দ্রুত সময়ে নাগরিক সুবিধা পেতে পারে সে লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার “ভূমি” (ভারপ্রাপ্ত) মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, মতলব দক্ষিণ উপজেলা ভূমি অফিস সহকারী সায়েদ উল্লাহ, মতলব পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. হাবিব উল্লাহ পাটোয়ারী, উপ-ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপাদী দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মমিনুল হক তালুকদার, নারায়ণপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন প্রধান, নারায়ণপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপ-ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপাদী উত্তর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বাদশা মিয়া।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক