চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সোমবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মহসিন মিয়ার ছেলে।
তার স্বজনরা জানায়, মেহেদী সোমবার দুপুরে খেলা ধুলা করার ফাকে বাড়ির একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক্ষন ধরে দেখতে না পেয়ে বিভিন্নস্থানে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে তাকে বাড়ির পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে। তারা তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে হেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রতিনিধি: কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur