সকল বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এক নজের পড়ে নিন। এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় অাসতে পারে-
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন ও উত্তর:
১) ভবন নির্মাণের সময় কী মেনে চলা উচিত?
উত্তর: বিল্ডিং কোড
২)”১,৩,৬,১০,১৫,২১……ধারাটির একাদশতম পদ কত?
উত্তর: ৬৬
৩) বাকু”কোন দেশের রাজধানী?
উত্তর: আজারবাইজান
৪)সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রাজা ধর্মপাল
৫)কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে?
উত্তর: ২৫
৬)”সন্ধি”ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর: ধ্বনিতত্ত্বে
৭) মিহির”এর প্রতিশব্দ কী?
উত্তর: সূর্য
৮)গম্ভিরা”গানের উৎপত্তি কোথায়?
উত্তর: মালদহ
৯)এশিয়ার সবচেয়ে ছোট দেশ “মালদ্বীপ”এর আয়তন কত?
উত্তর: ২৯৮বর্গ.কি.মিটার
১০)The verb ‘succumb’means?
উত্তর: submit
১১)অতিভুজের বিপরীত থাকে?
উত্তর: সমকোণ
১২)শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
উত্তর: ইয়াঙ্গুন
১৩) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘরের নাম কী?
উত্তর: বরেন্দ্র জাদুঘর
১৪)মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯৬ সালে
১৫)বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?
উত্তর: ৭টি(অ,আ,অ্যা,ই,উ,এ,ও)
১৬)The synonym of “futile’is?
উত্তর: Useless
১৭)Who wrote the book “Paradise Regained”?
উত্তর: John Milton
১৮)”একাত্তরের দিনগুলি” জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিচারণামূলক গ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৮৬ সালে
১৯)বিদিত শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর: অজ্ঞাত
২০)লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
উত্তর: মাইম্যান-১৯৬০
২১)মুক্তা হলো ঝিনুকেরউত্তর: ?
উত্তর: প্রদাহের ফল
২২)”ঠাকুর”পরিবারের আসল পদবি কী ছিল?
উত্তর: কুশারী
২৩)রবীন্দ্রনাথের পরিবার কোন বংশের ছিল?
উত্তর: পিরালি ব্রাহ্মণ বংশের।
২৪)বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন
২৫)কোন শহরের উপনাম “বিগ অ্যাপেল?
উত্তর: নিউইয়র্ক
২৬) ১.৩.৬.১০.১৫.২১……….ধারার দ্বাদশ পদ কত?
উত্তর: ৭৮
২৭) What is the musculine from of “Bee”?
উত্তর: Drone
২৮)”The spirit of Islam”বইটির লেখক কে?
উত্তর: সৈয়দ আমির আলী(১৮৪৯-১৯২৯)
২৯)দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
উত্তর: ১০০
৩০)শব্দ ও ধাতুর মূলকে কী বলে?
উত্তর: প্রকৃতি
৩১)”ব্যাকরণ”শব্দটি কোন ভাষার?
উত্তর: তৎসম/সংস্কৃত
৩২)২৫৩ডিগ্রি কোনকে কী কোণ বলে?
উত্তর: প্রবৃদ্ধকোণ
৩৩)”অনুপাত” কী?
উত্তর: একটি ভগ্নাংশ
৩৪)”ভাষা প্রকাশ” বাংলা ব্যাকরণ কে রচনা করেন?
উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৩৫)২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল।একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?
উত্তর: বৃহস্পতিবার
৩৬)”অক্ষির সমীপে”বাক্য সংকোচন হবে?
উত্তর: সমক্ষ
৩৭)”অক্ষির অভিমুখে”বাক্য সংকোচন কী হবে?
উত্তর: প্রত্যক্ষ
৩৮) “Proclaim” means?
উত্তর: declare
৩৯) ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যাল কত একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ৬০০একর
৪০) ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্যের নাম কী?
উত্তর: লালবাগ
৪১) কোন ই-মেইল এর “CC”অর্থ কী?
উত্তর: Carbon Copy
৪২) ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী?
উত্তর: ম্যাকমোহন লাইন
৪৩) “পিথাগোরাস”কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর: গ্রিসে
৪৪) গ্রিনিচ”কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডনে
৪৫)ভাষার ক্ষুদ্রতম একক কী?
উত্তর: ধ্বনি
৪৬) ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো “ইউরো”মুদ্রা গ্রহণ করে নি?
উত্তর: ইংল্যান্ড(তাদের মুদ্রা পাউন্ড স্টারলিং)
৪৭) বাংলা অব্যয় কোনগুলো?
উত্তর: না,আর,আবার,ও,হাঁ
৪৮) সংস্কৃত অব্যয় কোনগুলো?
উত্তর: যদি(হঠাৎ),যথা(বরং),সদা(পুনশ্চ),
সহসা।
৪৯) বিদেশি অব্যয় কোনগুলো?
উত্তর: আলবত,বহুত,খুব,শাবাশ,খাসা,মাইরি,
মারহাবা।
৫০)”কালান্তর(১৯৩৭)প্রবন্ধ গ্রন্থটি কার?
উত্তর: রবীন্দ্রনাথের
উত্তর: _রমজানউত্তর: _
৫১) ৬০০টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
উত্তর: ৫%
৫২) Which one is singular?
উত্তর: index
৫৩) হযরত মুহম্মদ(স:) ছিলেন একজন আদর্শ মানব”বাক্যটি?
উত্তর: সরল
৫৪) Correct spelt?
উত্তর: Supersede(রহিত/বাতিল করা)
৫৫) কত সালে স্যার ম্যাকমোহন ভারত ও চীনের সীমান্ত চিহ্নিত করেন?
উত্তর: ১৯১৪ সালে(ম্যাকমোহন লাইন)
৫৬) পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর।
আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়স ৩৬ বছর।পুত্রের বয়স কত?
উত্তর: ১৮ বছর
৫৭)বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?
উত্তর: শিব নারায়ন দাস
৫৮) “BRICS” কত সালে গঠিত হয়?
উত্তর: ২০০৮ সালে
৫৯) “BRICS” এর পূর্ব নাম কী?
উত্তর: Bric
৬০) চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অঙ্গের সম্পর্ক তাকে কী বলে?
উত্তর: সেরিব্রাম
৬১) দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং এদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কী কী?
উত্তর: ৪৫, ৬০
৬২) কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: বাঁধনহারা
৬৩) ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডের জুরিখে
৬৪) Which one is Reflexive pronoun?
উত্তর: myself
৬৫)কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উত্তর: ইরাক
৬৬)”He was taken to task”বাংলা?
উত্তর: তাকে তিরস্কার করা হয়েছিল
৬৭) “ক্ষুধার্ত” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
উত্তর: ক্ষুধা+ঋত
৬৮) বর্তমানে কোন দেশে ইতিহাসের জনক হেরোডোটাস জন্মগ্রহণ করেন?
উত্তর: তুরস্কের হ্যালিকানাসাসে(৪৮৪খ্রি.পূ)
৬৯)সবুজ গ্রহ বলা হয় কাকে?
উত্তর: ইউরেনাসকে
৭০)গোলাপি/লাল গ্রহ বলা হয় কাকে?
উত্তর: মঙ্গলকে
৭১)”সোনার পাথর বাটি ও উত্তম পুরষ”উপন্যাসটি দুটি কার?
উত্তর: রশিদ করিম।
৭২) ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
উত্তর: ৭৫%
৭৩)”আদালত”ইনকিলাব,শব্দটি কোন ভাষার?
উত্তর: আরবি
৭৪)”বজ্রে”তোমার বাজে বাঁশি” বজ্রে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অপাদানে ৭মী
৭৫)”জাহান্নাম হইতে বিদায়”মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার?
উত্তর: শওকত ওসমান
৭৬) তালব্যবর্ণ কোনগুলো?
উত্তর: উ, ঊ।
৭৭)”Duchess”is feminine ofউত্তর:
উত্তর: Duke
৭৮)টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর: ২৫%
৭৯)কোন মুসলমান প্রথম নোবেল পুরস্কার পান?
উত্তর: আনোয়ার সাদাত
৮০) Article is used based onউত্তর:
উত্তর: Pronunciation
৮১) “হ্যারি পটার”কী?
উত্তর: একটি শিশুতোষ বই
৮২) সুইডেনের মুদ্রার নাম কী?
উত্তর: ক্রোনা
৮৩) SIM”এর পূর্ণ রূপ কী?
উত্তর: Subscriber Identity Module
৮৪) ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
উত্তর: ৫০৫০
৮৫)গ্রিনল্যান্ড” এর মালিকানা কোন দেশ?
উত্তর: ডেনমার্ক
৮৬)”গ্রিনল্যান্ডের”রাজধানীর নাম কী?
উত্তর: গডথ্যাব
৮৭) আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর: বেরিং
৮৮) কোনটি শুদ্ধ বানান?
উত্তর: শুশুূষা
৮৯)উয়ারী বটেশ্বর”কোথায় অবস্থিত?
উত্তর: নরসিংদী
৯০) বাংলা ১১৭৬ সালে ছিয়াত্তরের মন্বন্তরে কত লোকের প্রাণহানি ঘটে?
উত্তর: ১কোটি
৯১) বাংলাদেশেন দীর্ঘতম গাছের নাম কী?
উত্তর: বৈলাম(২৪০ফুট)
৯২) “WHO” কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৮ সালের ৭এপ্রিলে
৯৩) জাতীয় স্মৃতিসৌধের অন্য কী নাম?
উত্তর: সম্মিলিত প্রয়াস
৯৪) “Dead Sea”কোথায় অবস্থিত?
উত্তর: ইসরাইল ও জর্ডানের মধ্যে
৯৫) সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়?
উত্তর: লাল আলোতে
৯৬) ফরাসী বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৭৮৯ সালে
৯৭) উপমহাদের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে?
উত্তর: ডা:জোহরা বেগম কাজী
৯৮) পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?
উত্তর: মেরু অঞ্চলে
৯৯)”IC” চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
উত্তর: Altair-8800
১০০) সবচেয়ে শক্তিশালি সৌরচুল্লী তৈরি হয়েছে কোন দেশে?
উত্তর: যুক্তরাষ্ট্রে
১০১) নাইট্রোজেনের প্রধান উৎস কী?
উত্তর: বায়ুমণ্ডল।
১০২) সিমেন্টের তৈরি অন্যতম কাঁচামালের নাম কী?
উত্তর: জিপসাম।
১০৩) কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তর: ২২/৭ (বৃত্তের পরিধি ও ব্যাসকে π বলে)
১০৪) ১.৩.৬.১০.১৫.২১……ধারাটির দশম পদ কত?
উত্তর: ৫৫
(ব্যাখ্যা নিজে চেষ্টা করেন)
১০৫) বাংলা ভাষায় রচিত প্রথম নাটকের নাম কী?
উত্তর: ভদ্রার্জুন।
১০৬)সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
উত্তর: সংস্কৃত।
১০৭) কাকনিদ্রা”শব্দটির অর্থ কী?
উত্তর: অগভীর সতর্ক নিদ্রা।
১০৮)”হত্যা করার ইচ্ছা”এক কথায় হবে?
উত্তর: জিঘাংসা।
১০৯)”ঋজু”এর বিপরীত কী?
উত্তর: বঙ্কিম বা বাঁকা
১১০) “To keep one’s head’ means?
উত্তর: to keep calm
১১১) What is the timeউত্তর: _your watch?
উত্তর: by
১১২) Antonyms of “Queer(অদ্ভুদ)”
উত্তর: orderly(সুশৃঙ্খল)
১১৩)একটি ঘড়ি প্রতিদিন করে হারায় ১০ মিনিট। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় দিবে?
উত্তর: ৭২
(১ দিনে হারায় ১০মি.৬দিনে ১ঘণ্টা হরায়।
সম্পপূর্ণ কাটা ১২(১২*৬=৭২)
১১৪)সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর: ভূমি*উচ্চতা
১১৫) a+b=6 এবং ab=8 হলে
(a-b)2=কত?
উত্তর: 4
১১৬) You should (—-)swimming.
উত্তর: start up
১১৭)”প্রতিদিন ঘরহীন ঘরে”কাব্যগ্রন্থটি কার?
উত্তর: শামসুর রাহমান
১১৮)”দৃষ্টিহীন”কার ছদ্মনাম?
উত্তর: মধুসূদন মজুমদার।
১১৯)”A search for identity”উত্তর: বইটি কার?
উত্তর: মেজর আব্দুল জলিল
১২০)”গ্রামের মেয়ে,বেদের মেয়ে” নাটকটি কার?
উত্তর: জসীম উদদীন।
১২১) ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোনদ্বয়কে কী বলে?
উত্তর: সূক্ষ্মকোণ
১২২) Noun of the word”Break”উত্তর:
উত্তর: Breakdown
১২৩)বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর: রঙ্গপুর বার্তাবহ(পূর্ববঙ্গ-১৯৪৭)
১২৪)প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কী বলে?
উত্তর: উপমেয়(ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ=কেশ)
১২৫)বামেতর”শব্দের অর্থ কী?
উত্তর: ডান(ডান ডাহিন,দক্ষিণ)
১২৬)”মনীষা”শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর: নির্বোধ
১২৭)”Fad end(সর্বশেষ)”means?
উত্তর: The last part
১২৮)”By fits and starts”means?
উত্তর: irregularly
১২৯)”যার বাসস্থান নেই”এক কথা কী?
উত্তর: অনিকেতন
১৩০)বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে”উত্তর: বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্তৃকারকে ৭মী
১৩১)”মনস্তাপ”এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: মনঃ+তাপ
১৩২)The idiom “Bring to book”উত্তর:
উত্তর: Rebuke (তিরস্কার করা)
১৩৩)”পেট্রোল ইঞ্জিন”কে চালু করেন?
উত্তর: জার্মানি বিজ্ঞানী নিকোলাস অটো।
১৩৪)কাকে কোষের প্রাণশক্তি বলা হয়?
উত্তর: মাইটোকন্ড্রিয়াকে
১৩৫) পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিকউত্তর: _
উত্তর: ১০০কোটি বছর আগে।
১৩৬) Antonym of”somber-অন্ধকারময়”?
উত্তর: Bright
১৩৭)টলেমী কে ছিলেন?
উত্তর: জ্যোতির্বিদ
১৩৮) “ইন্টারনেট”কবে চালু হয়?
উত্তর: ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি
১৩৯)”ইন্টারনেট”কবে বাংলাদেশে আসে?
উত্তর: ৪ জুন ১৯৯৬ সালে।
১৪০) ঈশ্বচন্দ্রকে “সংস্কৃত কলেজ”কত সালে বিদ্যাসাগর উপাধিন প্রদান করেন?
উত্তর: ১৮৩৯ সালে।
১৪১) আবু মুসা দ্বীপ”কোন সাগরে অবস্থিত?
উত্তর: পারস্য উপসাগরে।
১৪২)”ব্যাডমিন্টন”কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: মালয়েশিয়ার
১৪৩) জেনেটিক কোডের আবিষ্কারক কে?
উত্তর: ড.হরগোবিন্দ খোরানা(ভারত)
১৪৪)বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কী হবে?
উত্তর: একই হয়।
১৪৫)কোন দেশ অতীতে কোন দেশের উপনিবেশ ছিল না?
উত্তর: থাইল্যান্ড
১৪৬)উত্তর: থাইল্যান্ড”অর্থ কী?
উত্তর: স্বাধীন ভূমি।
১৪৭) পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
১৪৮) গোবিন্দলাল ও রোহিনী”কোন উপন্যাসের প্রধান দুটি চরিত্র?
উত্তর: কৃষ্ণকান্তের উইল।
১৪৯)কাকে ইসলামি রেনেসাঁর কবি বলা হয়?
উত্তর: ফররুখ আহমদকে।
১৫০) বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম কী?
উত্তর: দিকদর্শন(১৮১৮)
১৫১)”ভবদহ,ইছামতি” বিল দুটি কোথায় অবস্থিত?
উত্তর: যশোরে
১৫২)”রাত্রির শেষ ভাগ”কে এক কথায় কী বলে?
উত্তর: পররাত্র/পররাত
১৫৩)তিনি ব্যাকরণে পণ্ডিত,এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অধিকরণে ৭মী
১৫৪) “নিরাময়” এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: নিঃ+আময়
১৫৫)সাক্ষী গোপাল অর্থ কী?
উত্তর: নিষ্কৃয় দর্শক
১৫৬)”ম্যাডোনা-৪৩”কী?
উত্তর: একটি চিত্রকর্ম(বাংলা ১৩৫০)
১৫৭) “দারফুন”কী?
উত্তর: সুদানের একটি অঞ্চলের নাম
১৫৮)”CIRDAP”এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকার চামেলি হাউসে।
১৫৯)রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
উত্তর: স্টিফেনসন।
১৬০)”Adam”s Peak” তীর্থ স্থানটি কোথায় অবস্থিত?
উত্তর: শ্রীলংকায়-এখানেই আদম আঃ আসেন
১৬১)গোধূলির কারণ কী?
উত্তর: আলোর বিক্ষেপণ
১৬২)দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটি অপরটিকে কী বলে?
উত্তর: সম্পূরক কোণ
১৬৩)সৌরকোষে কী ব্যবহৃত হয়?
উত্তর: সিলিকন
১৬৪)কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
উত্তর: ক্লোরিন
১৬৫)০.৩*০.০৩*০.০০৩=কত?
উত্তর: ০.০০০০২৭
১৬৬)”Patrot”antonym?
উত্তর: Traitor(দেশদ্রোহী
১৬৭)সমদ্বিবাহুর ত্রিভুজের সমান বাহুদ্বয়
বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে?
উত্তর: স্থূলকোণ
১৬৮)Antonym of ” Limpid”?
উত্তর: Muddy(কর্দমাক্ত/অস্বচ্ছ)
১৬৯)The correct spelling
“Exaggarate”
উত্তর: Exaggerate(অতিরঞ্জিত)
১৭০)ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতি কী বলে?
উত্তর: টেলিমেডিসিন
১৭১)”Lingua Franca”meansউত্তর:
উত্তর: A mixed language(মিশ্রভাষা)
১৭২) ০.৫*০.০০০৫=কত?
উত্তর: ০.০০০২৫
১৭৩)বিশ্বের কোন দেশ/নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
উত্তর: তুরস্ক/ইস্তামবুল
১৭৪)কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
উত্তর: মিসরে
১৭৫)”Nude”শব্দটির Antonym কী?
উত্তর: Concealed(গোপন/লুকানো)
১৭৬)কসোভোর’রাজধানীর নাম কী?
উত্তর: প্রিস্টিনা
১৭৭)দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
উত্তর: ২১০
১৭৮)যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর: পদ্মা
১৭৯) নদী ছাড়া “মহানন্দা”কিসের নাম?
উত্তর: আমের
১৮০)He hankered(—)fame.
উত্তর: after(কোন কিছুর জন্য লালায়িত)
১৮১) Correct sentence…
উত্তর: I wish I were you.
১৮২)”Feed the babyউত্তর: উত্তর: milk.
উত্তর: on(খাওয়ানো বুঝালে feed on হয়)
১৮৩)Man can not live a “alone”উত্তর:
alone is?
উত্তর: adjective
১৮৪)বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারের নাম কী?
উত্তর: শালবন বিহার।
১৮৫)ভুটানের আইনসভার নাম কী?
উত্তর: পার্লামেন্ট অফ ভুটান
১৮৬)রাশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রুবল
১৮৭)শাহানামা”কোন ভাষায় রচিত?
উত্তর: ফারসি
১৮৮) মহাকবি ফেরদৌসী কার সভা কবি ছিলেন?
উত্তর: সুলতান মাহমুদের
১৮৯)রং ধনুর সাতটি রঙের মধ্যে “মধ্যম”রঙ কোনটি?
উত্তর: সবুজ
১৯০)দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ঃ১ অনুপাতে থাকে,তবে সংখ্যাগুলোর গুণফল কত?
উত্তর: ১২
১৯১)সত্ত্ব”শব্দের অর্থ কী?
উত্তর: অস্তিত্ব
১৯২)বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তর: ৯গুণ
১৯৩)গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তর: ৩প্রকার(সরল,মিশ্র,যৌগিক)
১৯৪)বিদ্রোহী বালিকা”জমিলা”কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: লালসালু(মজিদের ২য় নাবালক স্ত্রী)
১৯৫)মানব দেহের অত্যাবশ্যকীয় এমিনো এসিডের নাম কী?
উত্তর: ফিনাইল এলানিন
১৯৬)সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
উত্তর: গৌড়/সোনারগাঁও
১৯৭)বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?
উত্তর: কর্কটক্রান্তি রেখা
১৯৮)ভারতচন্দকে “রায় গুণাকর” উপাধি দেয় কে?
উত্তর: রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার
১৯৯)১+২+৩+৪+…..+৯৯=কত?
উত্তর: ৪৯৫০
২০০)”লাঠালাঠি”কোন ধরনের সমাস?
উত্তর: ব্যতিহার বহুব্রীহি
Primary School exam question:
২০১)বিখ্যাত নাটক”মুন্তাসীর ফ্যান্টাসী”র লেখক কে?
উত্তর: সেলিম আল দীন।
২০২) বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে “কারক”বলে?
উত্তর: নাম পদের।
২০৩)”কোথায় স্বর্গ?কথায় নরক?কে বলে তা বহুদূর?মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।পঙক্তিটি কার?
উত্তর: শেখ ফজলল করিম।
২০৪) Still weters run deep.এখানে Still”শব্দটি?
উত্তর: Adjective
২০৫) 1+2+3+4+……+20=কত?
উত্তর: 210
২০৬) Glass is made of (—)bottles.
উত্তর: of
২০৭) “বিষবৃক্ষ”কোন সমাস?
উত্তর: কর্মধারয়(বিষ যে বৃক্ষ)
২০৮) ২৪ কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে
নতুন সংখ্যা কত?
উত্তর: ২৮
২০৯)তিন সন্তানের বয়সের গড় ৬ বছর ও
পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর হলে পিতার বয়স কত?
উত্তর: ৩৪(৩*৬=১৮,১৩*৪=৫২, ৫২-১৮=৩৪)
২১০)”সাপের খোলস”উত্তর: এককথায়?
উত্তর: নির্মোক।
২১১)Latent(গুপ্ত)এর সমার্থক শব্দউত্তর: ?
উত্তর: Concealed(সুপ্ত)
২১২) বৃষ্টি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: বিষ+তি(ষষ্ঠ–ষষ্+থ)
২১৩)শতাব্দী”কোন সমাস?
উত্তর: দিগু(শত অব্দের সমাহার)
২১৪) দুইটি রাশির অনুপাত ৫:১১।
উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
উত্তর: ৪৫(৯৯*৫/১১=৪৫)
২১৫)”উন্মিলন,রুপায়ন এর শুদ্ধ বানান কী?
উত্তর: উন্মীলন,রূপায়ন।
২১৬)Let him sing a song. change voice?
উত্তর: Let a song be sung by him.
২১৭)”Do you know him?”change voice?
উত্তর: Is he known to you?
২১৮) Brief এর সমার্থক শব্দ?
উত্তর: Short
২১৯)জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী?
উত্তর: ট্রিগভেলি(নরওয়ে-১৯৪৬-৫৩)
২২০)বাংলাদেশ কততম অধিবেশনে জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ পায়?
উত্তর: ২৯তম(১৯৭৪ এর ১৭ এপ্রিলে)
২২১) ইউনেস্কো(UNESCO) প্রতিষ্ঠিত হয়
কত সালে?
উত্তর: ১৯৪৫ সালে(কার্যকর-৪নভে:১৯৪৬)
২২২)বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?
উত্তর: ১৯৯০ সালে(সেলুলার টেলি.১৯৯৩)
২২৩)সৌরজগতের বৃহত্তর ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
উত্তর: বৃহস্পতি ও বুধ।
২২৪)পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী?
উত্তর: শুক্র
২২৫) ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর: পক প্রণালি
(এটি বঙ্গোপসাগর ও আরব সাগরকে)
২২৬)কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
উত্তর: বায়ুচাপ
২২৭) কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?
উত্তর: সাদা রঙের বস্তু
২২৮)কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর: কঠিন মাধ্যমে।
২২৯)ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তর: অ্যালুমিনিয়াম(৮.১%)
২৩০) সাবানকে শক্ত করে কোনটি?
উত্তর: সোডিয়াম সিলিকেট
২৩১)বিলিরুবিন তৈরি হয় কোথায়?
উত্তর: প্লীহাতে।
২৩২)জন্ডিস”কাকে বলে?
উত্তর: রক্তে )বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বলে।
২৩৩)গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
উত্তর: নাইট্রোজেনের
২৩৪) মানুষের অটোজোমের সংখ্যা কত?
উত্তর: ২২জোড়া(২৩ জোড়া ক্রোমোজম)
২৩৫) বিশ্বকাপ ফুলবল খেলা প্রথম কোথায় কত সালে শুরু হয়?
উত্তর: ১৯৩০ সালে উরুগুয়েতে।
(চ্যাম্পিয়ন উরুগুয়ে,রানার্স-আর্জেন্টিনা)
২৩৬) বায়ুর আদ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী?
উত্তর: হাইগ্রোমিটার
২৩৭)ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিল?
উত্তর: ইসলাম খাঁ(১৬১০)
২৩৮)ময়মনসিংহ জেলার পূর্বনাম কী?
উত্তর: নাসিরাবাদ।
২৩৯)বাংলাদেশে কতটি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে?
উত্তর: ৪টি
(বেতবুনিয়া-১৯৭৫,তালিবাবাদ-১৯৮২,
মহাখালী-১৯৯৫,সিলেট-১৯৯৭)
২৪০)বাংলাদেশের এক মাত্র অস্ত্র তৈরি কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তর: গাজিপুরে-১৯৮০
২৪১)বাংলা কোন উপন্যাস ইংরেজি”Tree
Without Roots”নামে অনূদিত হয়?
উত্তর: লালসালু(১৯৬৭)
২৪২) মরণ রে,তুঁহু মম শ্যাম সমান”পঙ্ক্তির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ
২৪৩) ১+২+৩+৪+…….+১৮=কত?
উত্তর: ১৭১
২৪৪) কুটিল শব্দের বিপরীত অর্থ কী?
উত্তর: সরল
২৪৫) He deals (—-)rice.
উত্তর: in (deal in অর্থ ব্যবসা করা)
২৪৬) Anita is a good girl. girl is aউত্তর:
উত্তর: Common noun
২৪৭)একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে,২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
উত্তর: ২০দিন(৩৫*১৬/২৮=২০দিন)
২৪৮) উপকথা”কোন সমাস?
উত্তর: অব্যয়ীভাব(কথার সদৃশ)
২৪৯)”WHO”এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভায়
২৫০)টুথপেস্টের প্রধান উপাদান কী?
উত্তর: সাবান ও পাউডার
বার্তা কক্ষ