নির্বাচনী আইন সংশোধন বিষয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদার সভাপতিত্বে আজ রবিবার সকাল ১০টায় কমিশনের ৩৫তম এ সভা অনুষ্ঠিত হবে।
আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন ও ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া সম্মেলনের সার্বিক প্রস্তুতির বিষয়টি বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
কমিশন সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আরপিও সংশোধন বিষয়ে ইতোপূর্বে কমিশন বৈঠকে যেসব প্রস্তাব এসেছে, এগুলোর বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে ইভিএমসহ আরো অন্যান্য কিছু বিষয় থাকতে পারে।
এ ছাড়া আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সম্মেলনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হবে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur