ইসরায়েল আগ্রাসনের শিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিন। জীবন বাঁচানোর সংগ্রামেই যাদের দিন-রাত অতিবাহিত হয়। সে ফিলিস্তিনের যময ৪ বোন জীবন সংগ্রামের সঙ্গে সঙ্গে কুরআন হেফজের সংগ্রামেও জয়ী লাভ করেছে ৪ বোন।
এক সঙ্গে জন্মলাভকারী ফিলিস্তিনি এ ৪ বোন এক সঙ্গেই পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।
ফিলিস্তিনের অধিবাসী দীনা, দীমা, সুজান এবং রাজান শানিতী নামে যময এ ৪ বোন সম্পূর্ণ কুরআন হেফজ করে অনন্য কৃতিত্বের সাক্ষর রেখেছেন।
তারা ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় জেরুজালেমের ‘উম্মুল তুবা’ গ্রামে বসবাস করেন।
জীবন যুদ্ধে বেঁচে থাকার সংগ্রামের সঙ্গে সঙ্গে তাদের দৃঢ় পরিকল্পনা এবং একনিষ্ঠ চেষ্টায় মহান আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করার সৌভাগ্য দান করেছেন।
ফিলিস্তিনের যময ৪ বোনের কুরআন হেফজ-এর দৃষ্টান্ত হোক সব মুসলিম সন্তানদের জন্য অনুপ্রেরণা।
আল্লাহ তাআলা কুরআনের হাফেজ যময ৪ বোনকে উত্তম প্রতিদান দান করুন। কুরআনের খাদেমা হিসেবে তাদেরকে কবুল করুন। আমিন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur