দেশের অন্যতম আলোচিত অভিনেত্রী বুবলী। ঈদুল আজহা উপলক্ষ্যে শাকিব খানের বিপরীতে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি। তাই ঈদে তার আনন্দ ডাবলই বলা যেতে পারে।
এদিকে ছোটবেলা থেকেই প্রতি বছর ঈদুল আজহায় বুবলী মজা করে কোরবানির পশুর নামকরন করেন। যেমন যুবরাজ, শাহেনশাহ। গত বছরও বুবলী তাদের কোরবানির গরুর নাম দিয়েছিলেন পঙ্খীরাজ।
এবার ঈদে কোরবানি দেয়ার জন্য তারা দুটি গরু ও দুটি খাসি কিনেছেন। তবে এর মধ্যে একটি গরু নিজের টাকায় কিনেছেন বুবলী। বরাবরের মতো এবারও তার নাম দিয়েছেন তিনি।
বুবলী বলেন, এই প্রথম আমার নিজের টাকায় গরু কিনেছি। আমার কালো গরু প্রিয়। তাই গরুও কিনেছি কালো। হাট থেকে বাসায় আনার পরই এর নাম দিয়েছি ‘রাজবাহাদুর’।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur