Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে তেঁতুল গাছের খাইট্যা বিক্রি জমজমাট
Kamal Khan..

মতলবে তেঁতুল গাছের খাইট্যা বিক্রি জমজমাট

বুধবার (২২ আগস্ট) পবিত্র ঈদ-উল আজহা। মুসলমানদের এ উৎসবে বড় অনুষঙ্গ পশু কোরবানি দেয়া। আর এর জন্য পশু কোরবানি ও গোস্ত কাটতে দা, ছুরি, চাপাতি, খাইট্যাসহ নানা উপকরণ প্রয়োজন।

তাই পশু বিক্রির পাশাপাশি এসব উপকরণ বিক্রিও জমে উঠেছে। তেমনি চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর বাজার পশুর হাটে গোস্ত কাটার তেঁতুল গাছের খাইট্যা (কাঠের গুঁড়ি) বিক্রি করতে দেখা যায়।

এসব কিনতে শুক্রবার ছেংগারচর বাজারে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এসব খাইট্যা তেঁতুল কাঠ দিয়ে তৈরি করা হয়। প্রতিটি খাইট্যা ৩ শ’ থেকে ৫ শ’ টাকা পর্যন্ত বিক্রি করা হয় বলেন খাইট্যা বিক্রেতা শুকুর সিকদার (৬০) ও নাঈম ইসলাম (২২) জানান।

প্রতিবেদক : খান মো.কামাল
আপডেট,বাংলাদেশ সময় ৬:১০ পিএম,২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার
এজি

Leave a Reply