কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে দ্বিগুন। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী পারাপার হচ্ছে।
জানা যায়, উত্তাল পদ্মার মাঝেই লঞ্চ, ফেরিতে পারাপার হয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে ঘরে ফিরছে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। পদ্মা উত্তাল থাকলেও ফেরি, লঞ্চ ও স্পিডবোটে পাড় হয়ে বাড়ি ফিরতে হবে এমনটাই লক্ষ্য সাধারণ যাত্রীদের।
এদিকে গেল দুদিনের চেয়ে আজ এই নৌরুটে যাত্রী চাপ বেড়েছে দ্বিগুন। শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ এবং ২ শতাধিক স্পিডবোট চলাচল করে। নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছে।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ জানান, পদ্মা উত্তাল থাকায় যাত্রী সাধারণদের অনেক সাবধানতার সঙ্গে পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসি-এর সার্বক্ষণিক তদারকি রয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীরা যাতে প্রিয়জনের সঙ্গে নির্বিঘ্নে ঈদ উপভোগ করতে পারেন এজন্য জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে।