গত শুক্রবারের ঘটনা। মাওনা হতে গাজীপুর চৌরাস্তায় শত শত গাড়ি জ্যামে আটকা পড়েছে। জুমার পর প্রচণ্ড গরমে গাড়িতে থাকা যাত্রীরা যখন হাঁসফাঁস করছিল, তখন তাদের জন্য খাবার পানি নিয়ে এগিয়ে আসে পার্শ্ববর্তী মাদ্রাসার ছাত্ররা।
প্রায় তিন থেকে চার মাইলের মত হেঁটে জ্যামে আটকে থাকা প্রতিটি যাত্রীর কাছে মাদ্রাসার শিক্ষার্থীরা পৌঁছে দিয়ে আসেন খাবার পানি। এ ছবি রাশেদ খান নামের একজন ফেসবুক ব্যবহারকারী নিজের হ্যান্ডেলে আপলোড করেন। এরপরই তা ছড়িয়ে যায়। মাদ্রাসা শিক্ষার্থীদের এমন দৃষ্টান্ত সত্যিই অনন্য।
এ প্রসঙ্গে আবু তাহমিদ নামের একজন নেটিজেন মন্তব্য করেছেন, এই ব্যাপারগুলোই দরকার। মাদ্রাসার ছাত্রদের জনকল্যাণমূলক কাজে বেশি বেশি জড়িত হওয়া দরকার।
ফয়সাল খান নামের একজন মন্তব্য করেছেন, ‘এই বাচ্চারা কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র মানবতার ডাকেই এই কাজটা করেছে। এরা এগুলোর কোনো পাবলিসিটিও চায় না। ইনশা’আল্লাহ আল্লাহ তায়ালাই এর একমাত্র উত্তম প্রতিদানকারী হবেন।’
আহমেদ সুজন নামের একজন মন্তব্য করেছেন, ‘তোমরা যাঁরা এসব গরিব মাদ্রাসা ছাত্রদের তাচ্ছিল্য করে কথা বলো, যাঁরা এদেরকে পেটপূজারী বলে গালি দাও, যাঁরা বলো এরা মানবতা বুঝে না, তাঁদের চোখ কি এখন ঠিক জায়গাতে আছে?’