মতলব দক্ষিণ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে দুই মাথার এক শিশু সন্তানের জন্ম হয়েছে। শনিবার (১৮ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার নারায়ণপুর বায়েজিদ হাসপাতালে এ শিশুটির জন্ম হয়।
শিশুটি কচুয়া উপজেলার তুলপাই গ্রামের বাবুল মিয়া ও নাসরিনের সন্তান। দুই মাথা শিশুর জন্ম হওয়ার সংবাদটি ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে কয়েক শ’ মানুষ হাসপাতালে তাকে দেখতে ভিড় জমায়।
হাসপাতালের পরিচালক ডা. ওমর ফারুক শাহীন বলেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জমজ মাথা শিশুটির জন্ম হয়েছে। শিশুটির মাথা দুটি হলেও দেহ একটি, হাত ও পা দুটি করে। শিশু ও শিশুর মা নাসরিন সুস্থ রয়েছে বলে তিনি জানান।
সিজারিয়ান অপারেশনটি করান ডা. মিথুন। শিশুর পিতা বাবুল মিয়া তার সন্তানের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur