April 18, 2015 12:13:09 AM
মিজানুর রহমান রানা
হাসপাতালে যিনি পীড়িতদের সেবায় ছিলেন আত্মনিবেদিত, আজ তিনিই জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র দুই সপ্তাহের মধ্যে অস্ত্রপাচার নিশ্চিত করতে হবে- না হয় মৃত্যু অবধারিত।
চাঁদপুর সদরের বাহের খলিশাডুলি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ফরিদা পারভীন (৩৫)। শহরের বেসরকারি একটি হাসপাতালের সেবিকা তিনি। সম্প্রতি তার মস্তিষ্কে জটিল ক্যান্সার ধরা পড়ে। রাজধানী ঢাকার আগারগাঁও নিউরোলজি সাইন্স হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান জানিয়েছেন, ফরিদা পারভীনকে বাঁচাতে হলে দুই সপ্তাহের মধ্যে ভারতে নিয়ে তার অস্ত্রপাপাচার করাতে হবে। এই জন্য অন্তত ৬ লাখ টাকার দরকার। তবে দরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা যোগান দেওয়া অসম্ভব।
তাই বোনকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন, মাকসুদা আক্তার ইতি।
সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর, ২১০১৪৩৪০৩৬০০১, সিটি ব্যাংক চাঁদপুর শাখা। বিকাশ অথবা ইউক্যাশ এই নম্বরে ০১৭৯৯৭৮৩৬৭৮।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur