১৫ আগস্ট যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবাষির্কী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ। মঙ্গলবার (৭ আগষ্ট ) বিকেলে পৌরসভায় উক্ত প্রস্তিুতি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মো. মাহফুজুল হক বলেন, ‘ পৌর আ’লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কী যথাযথভাবে পালন করা হবে।
নির্ধারিত কর্মসূচি সমূহ হচ্ছে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হবে। উক্ত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্যে পৌর আ’লীগের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দকে সকাল ৯টার মধ্যে পৌরসভা মাঠে উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি’।
পৌর আ’লীগের সভাপতি মোতাহের হোসেন রতনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুর রহমান বাবলু, ফরিদগঞ্জ উপেজলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী আহম্মদ, ফরিদগঞ্জ উপজেলা সেক্টর কামান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্লাহ, পৌর সভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, পৌর আ’লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন মোফা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সভার ১নং আ’লীগের সভাপতি মুকবুল হোসেন, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল ওহাব, ৩নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ ভূইয়া, ৪নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি খালেক মাষ্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম, ৭নং ওযার্ডের সভাপতি সাংবাদিক আলী হায়দার পাঠান টিপু, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৯নং ওয়ার্ডের সভাপতি বাবুল পাটওয়ারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু মেম্বার, পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক লিয়াকত পাটওয়ারী, মিজানুর রহমান মাস্টার।
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur