চাঁদপুর বাবুরহাটে নিজের কবুতরকে শখেরবশত ধরতে গিয়ে রেজওয়ান (১৫) নামে এক স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যুশয্যায় রয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যায় বাবুরহাটস্থ মডেল টাউনে এ দুর্ঘটনা ঘটে।
আহত কিশোর ওই এলাকার হালিম মিয়ার ছেলে। সে বাবুরহাট স্কুল এন্ড কলেজে ৯ম শ্রেণিতে পড়ালেখা করে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
স্বজনরা জানায়, আহত রেজওয়ান কিশোর তার বাসায় কবুতর পালতো। বৃহস্পতিবার সন্ধ্যায় সে ১ তলা ভবনের ছাদে কবুতর ধরতে গিয়ে পাশে থাকা বিদ্যুতের তারের সাথে শক লেগে ছাদ থেকে নিচে পড়ে যায়।
এতে কিশোর রেজওয়ান গুরুতর আহত হয়। আহত কিশোরের চিৎকারে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসাপাতালে নিয়ে যায়।
হাসাপাতালে কর্মরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur