Home / জাতীয় / রাজনীতি / গণতন্ত্রে জনগণ হচ্ছে চুলার উপর ডেকচিতে ফুটন্ত পানির মতো : সোহেল তাজ
Sohel Taj

গণতন্ত্রে জনগণ হচ্ছে চুলার উপর ডেকচিতে ফুটন্ত পানির মতো : সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, গণতান্ত্রিক দেশে জনগণ হচ্ছে চুলার উপর ডেকচিতে ফুটন্ত পানির মতো।

৪ আগস্ট, শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন সোহেল তাজ।

সোহেল তাজ বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে জনগণ হচ্ছে চুলার উপর ডেকচিতে ফুটন্ত পানির মতো, যাকে যত্নের সাথে লালন করতে হয় আর প্রয়োজনে সময় সময় তাপ কমিয়ে দিতে হয় I আবার যদি এর উপর ঢাকনি দিয়ে টাইট করে সিল করে দেওয়া হয়, তাহলে এটা একটি বিস্ফোরকে পরিণত হয়ে যেতে পারে।’

প্রসঙ্গত, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দীন এর সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪(কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

 

২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ।

বার্তা কক্ষ

Leave a Reply