Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে ধানের বাম্পার ফলন
হাজীগঞ্জে ধানের বাম্পার ফলন

হাজীগঞ্জে ধানের বাম্পার ফলন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চলতি বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্যমাত্রা অনুযায়ী ইরি-বোরো ফসলের বাম্পার ফলন নির্ধারন করা হয়েছে। সে অনুযায়ী ধান উত্তোলনে ব্যস্ত সময় পার করছে কৃষক-কৃষানীরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের শুরতে হরি বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৬০ হেক্টর।

দেখা যায় এখন পর্যন্ত অর্জিত হয়েছে ১০ হাজর ৪৫ হেক্টর। হাইব্রিড ফলন ১৫শ ৫৫ হেক্টর ও উচ্চ ফলনশীল জাত ৮ হাজার ৪শ ৯০ হেক্টর।

সব মিলিয়ে দেখা যায় চলতি বছরের তেমন কোন প্রাকৃতিক দুর্যোগ ধানের চারায় আঘাত না লাগায় এমনকি পোকা মাকড়ে গ্রাস করতে না পারায় এ বছর এমন ভাল ফলন হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নয়ন মনি সূত্রধর।

এদিকে উপজেলার প্রায় সকল গ্রামে এক যোগে ধান কাটা পড়ায় শ্রমিকের অভাবে কৃষক-কৃষানী ও তাদের ছেলে মেয়েরা কাজ করতে দেখা যাচ্ছে।

তবে গত কয়েক দিনের প্রচন্ড গরমে হাপিয়ে উঠেছে তারা। ফসল ঘরে তুলতে গিয়ে কৃষকরা বেসামাল হয়ে পড়েছেন। কিন্তু বাম্পার ফলনে শত কষ্টের মাঝেও তাদের মুখে হাসি ফুটতে দেখা গেছে।
উপজেলার হুটনী গ্রামের কৃষক আয়াত আলী বলেন, চলতি বছর আমি প্রায় ২ কানি (২ একর ৪০ শতাংশ) জমিতে ধান রোপণ করেছি। কিন্তু ৮০ ভগ জমির ধান ঘরে উঠিয়ে এখন বিক্রয় করতে গিয়ে তেমন দাম পাচ্ছি না।

তার মতো দেশগাঁও গ্রামের আবু তাহের, আলী হোসেন মিয়া,হান্নান সর্দার ও রমজান আলী বলেন, সার ওষুধ পানির বিল হিসাব করলে দেখা যায় বর্তমান ধানের মূল্য অনেক কম। কিন্তু তার পরেও জমি-জমা (চাষ) করতে হয় বাঁচার তাগিদে।

তবে অন্যান্য বছরের তুলনায় চলতি বছরটাতে তেমন কোন ক্ষতি না হওয়ায় ধানের ফলন ভাল হয়েছে।

তবে এসব কৃষকদের কয়েকটি অভিযোগের মধ্যে একটি হচ্ছে সঠিক সময়ে পানি সরবারহ পায়নি।

উপজেলার এসব প্রান্তিক কৃষকদের কথা চিন্তা করে সরকার সার ও তেলের দাম আরো কমানো উচিত বলে মনে করেন এখানকার সচেতন মহল।

তবে যেভাবে মানুষ ঘর-বাড়ি, ইট-ভাটাসহ বিভিন্নভানে কৃষি জমি দখল করে আসতেছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে হয়তো এমন ভাল বাম্পার ফলনের কথা চিন্তা করতে পারবে না কৃষকরা।

এদিকে উপজেলা খাদ্য অধিদপ্তর আগামী আগস্ট-সেপ্টম্বর মাসে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারের ন্যয্যমূল্যে ধান ক্রয় করবে। এর আগে গত ক’বছর বিভিন্ন দালাল চক্র কৃষকদের ঠকিয়ে কম দামে ধান ক্রয় করেছে। এ বছর এমনটা যেন না ঘটে এমনটা প্রত্যাশা করছেন হাজীগঞ্জ এলাকার প্রান্তিক চাষিরা।

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট [/author]

: আপডেট ৯:০২ পিএম, ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার
ডিএইচ