রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোট গণনার সময় হার্ট অ্যাটাকে এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোটবনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃত সহকারী প্রিজাইডিং অফিসারের নাম মো. খালেকুজ্জামান। তিনি পবা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান বলেন, ভোট কেন্দ্রে খালেকুজ্জামান সারাদিন দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ভোট গণনার সময় মেয়র প্রার্থীর ভোট গণনা শেষে হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়।
এ সময় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খালেকুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur