সংবাদ শিরোনাম
Home / জাতীয় / রাজনীতি / মির্জা আব্বাসের বাসার সামনে বিক্ষোভ
মির্জা আব্বাসের বাসার সামনে বিক্ষোভ

মির্জা আব্বাসের বাসার সামনে বিক্ষোভ

‎Friday, ‎17 ‎April, ‎2015  01:34:24 PM

চাঁদপুর টাইমস ডট কম

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বাসার সামনে বিক্ষোভ করেছে সিরাজুল ইসলামের সমর্থকরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ হয়।

জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দুই অংশের ১৬ প্রার্থীর দলীয় মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি। এদের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে কলাবাগান থানা বিএনপির সদস্য সচিব ও কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলামকেও বাদ দেয়া হয়েছে। তার মনোনয়ন পরিবর্তন করে টুটুল নামের আরেক নেতাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এর প্রতিবাদে সিরাজুল ইসলামের সমর্থকরা মির্জা আব্বাসের বাসার সামনে বিক্ষোভ করে।

এ সময় তারা দাবি করেন, সিরাজুল ইসলাম ধানমণ্ডি বা কলাবাগান থানা এলাকার জনপ্রিয় নেতা। তাকে মনোনয়ন দেয়া না হলে ওই এলাকার বিএনপি অস্তিত্ব থাকবে না। তারা টাকার বিনিময়ে সিরাজুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে বলেও স্লোগান দিতে থাকেন।

তবে এ বিষয়ে মির্জা আব্বাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চাঁদপুর টাইমস-ডিএইচ/২০১৫