রাজধানীর কুর্মিটোলায় দুই বাসের রেষারেষিতে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
আজ সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তায় মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়াতেও দেয়নি পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের বিপরীতে (এমইএস বাসস্ট্যান্ড) ফুটপাতে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এরা হলেন- উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের ছাত্রী দিয়া আখতার মিম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল করিম। আহত ১৪ জনের জীবনে কী আছে তা এখনো স্পষ্ট নয়। ওই দুই বাসের চালক না বুঝলেও নিহতদের স্বজনরা টের পাচ্ছেন তারা কী হারিয়েছেন!
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur