দুই বছর বয়সী শিশু আলী। অফ-সাইডে একের পর এক শট করছেন অভিজ্ঞ ব্যাটসম্যানের মতো। তার দাঁড়ানোর ভঙ্গি কিংবা শটের স্টাইল হার মানাবে প্রফেশনাল খেলোয়াড়কেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলীর ব্যাটিং দেখে মন্তব্য না করার ওপায় ছিল না খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিরও। ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়।
আইসিসি বলছে, তার বয়স মাত্র দুই! কিন্তু তার অফসাইডের শট অবশ্যই দেখার মতো। এরপর আলীকে ফ্যান অব দ্য উইক ঘোষণা করে একদিন বাংলাদেশ দলের হয়ে খেলবেন বলে শুভকামনাও জানানো হয়।
আইসিসি পোস্ট করার পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আট লাখ বারের বেশি দেখা হয়েছে ভিডিওটি। আর শেয়ার হয়েছে সাড়ে সাত হাজার বার।
https://youtu.be/hZvymVDP_nc
নিউজ ডেস্ক:
আপডেট সময় ২:২৫ পি.এম ২৮জুলাই২০১৮ শনিবার
কে.এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur