ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বরূপেই দেখা গেছে টাইগারদের। ক্যারিবীয়দের বিপক্ষে ৪৮ রানের জয় তুলে নেয় সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আক্ষেপ ৩ রানের! টাইগারদের ৩ রানে হারিয়ে সিরিজে সমতা আনে ক্যারিবীয়ানরা। আর এই সব হিসাব-নিকাশ মাথায় নিয়েই আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
শনিবার সেন্ট কিটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এদিকে, আজকের শেষ ওয়ানডেটি দুই দলের জন্যই ম্যাচটিতে জয়ই হবে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ যেমন চাইবে ক্যারিবীয়দের হারিয়ে শিরোপা ছুঁয়ে দেখতে, ঠিক তেমনি স্বাগতিকরাও দেশের মাটিতে শিরোপা ধরে রাখতে।
অন্যদিকে, গায়নার মতো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পাবে না সেন্ট কিটসে। তাই এক প্রকার বলা চলে সেন্ট কিটসে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে টাইগারদের জন্য। তবুও নিজেদের সেরাটা দিয়ে জয় পেতেই মরিয়া থাকবে টাইগাররা। সবকিছু মিলিয়ে সেন্ট কিটসে দারুণ এক ম্যাচই হতে যাচ্ছে।
বাংলাদেশ দল (সম্ভাব্য)
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।