চাঁদপুরের কচুয়ায় মীরা রানী সরকার (১৫) নামের স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে পুলিশ প্রশাসন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের আসন থেকে পালিয়েছে বর পক্ষের পরিবার।
জানাগেছে, বুধবার রাতে কচুয়ার নয়াকান্দি গ্রামের প্রান কৃষ্ণ সরকারের মেয়ে ও পালাখাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মীরা রানী’র সাথে পার্শ্ববর্তী কুমিল্লার চান্দিনা উপজেলার এক যুবকের সাথে বাল্য বিয়ের আয়োজন করে।
খবর পেয়ে কচুয়া থানার ওসি সৈয়দ মো. মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেন। এসময় বর পক্ষের ৩টি মাইক্রোবাস আটক করে কচুয়া থানায় নিয়ে আসে।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur