আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ যে আফগানিস্তানকে ২৫০ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ, এর পুরো কৃতিত্ব মাহমুদউল্লাহ ও ইমরুলের।
গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে পরে ব্যাট করে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১১৯ রানে। আগে ব্যাট করতে নেমেও দুইশর আগে অলআউট হওয়ার শঙ্কা জেঁকে বসেছিল। সেটি হতে দেয়নি মাহমুদউল্লাহ ও ইমরুলের ১২৮ রানের ষষ্ঠ উইকেট জুটি।
২৫০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৪৬ রান করে আফগানিস্তান। এতেই ৩ রানের জয় পায় বাংলাদেশ। আর ম্যাচ জিতেই সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি।
সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেন, ‘আসলে সবার দলগত ফর্মেই আমরা জয়ের মুখ দেখেছি। তবে মাহমুদল্লাহ আর ইমরুল এবং মোস্তাফিজের অবদানও অনেক।’
উপস্থাপক মোস্তাফিজ সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আসলে সে ১০ ওভার বল করতে চেয়েছিলো, কিন্তু সে পারেনি। কিন্তু সে শেষ পর্যন্ত কনফিডেন্ট ছিলো। যার ফল আমরা পেয়েছি।’
বার্তা কক্ষ
২৪ সেপেটম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur