এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। গত ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তার স্বামী খোরশেদ আলম। জানা গেছে, দুই পরিবারের ঘনিষ্ঠরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।
এদিকে মঙ্গলবার বিকেলে শ্রাবন্তী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘আজ এই মুহূর্তে আমার একমাত্র শক্তি আমার আল্লাহ আর আমার দুই সন্তান। আমার বড় মেয়ে রাবিয়াহ এখনই আমাকে সান্ত্বনা দিলো। বললো, ‘মা কষ্ট পেয়ো না। তুমি তো কোনো দোষ করো নি। তুমি হ্যাপি থাকো, প্লিজ।’’
‘ওর এই কথা আমার জন্য অনেক। আলহামদুলিল্লাহ। থ্যাংক্স আম্মু। ওর কথায় ঠিক। আমি কোনো অন্যায় করিনি। তাই, আমি এখন ওদের জন্য ভালো থাকব। আমার আল্লাহ জানেন, আর আমি নিজে জানি। সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম।’
‘শাস্তি দেয়ার মালিক আল্লাহ। আজ থেকে আমি চুপ। আমার সন্তানেরা আমার বড় সাপোর্ট, আমার সন্তানেরা আমার শক্তি। আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। সময় মানুষকে অনেক কিছু শেখায়। আমিও শিখলাম।’
উল্লেখ্য, ২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ খোরশেদ আলমের। এই দম্পতির ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে রাবিয়াহ আলমের বয়স সাত। আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে তিন বছর।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur