Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ব্যাংক আত্মসাতের ৭৭ লাখ টাকা ১১ বছরেও উদ্ধার হয়নি
Jal-Taka-1

মতলবে ব্যাংক আত্মসাতের ৭৭ লাখ টাকা ১১ বছরেও উদ্ধার হয়নি

চাঁদপুরের জনতা ব্যাংক মতলব শাখা থেকে আত্বসাতের ৭৭ লাখ টাকা বিগত ১১ বছরেও আদায় হয়নি। এছাড়া জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেয়নি ।

বিগত ২০০৭ সালে ক্ষুদ কৃষক উন্নয়ন কর্মসূচীর (এফএফডিপি) ৭৭ লাখ টাকা আত্মসাৎ করে জনতা ব্যাংক মতলব শাখার ১২ মাঠ কর্মকর্তা ।

জনতা ব্যাংক মতলব শাখা সূত্রে জানা গেছে, সরকারের দরিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপজেলার ৩২টি গ্রামের ১ হাজার জন ক্ষুদ্র কৃষককে প্রায় ১ কোটি টাকার ঋণ দেয় জনতা ব্যাংক। সে ঋন বিতরন ও আদায় কার্যক্রমের দায়িত্বে ছিলেন অত্র শাখার এএফডিপির ১২ মাঠ কর্মকর্তা। ব্যাংকের ঋণ।

আদায়ের চুক্তি অনুযায়ী বিগত ২০০৬ সাল পর্যন্ত গ্রহীতাদের কাছ থেকে ১ কোটি ৭ লাখ টাকা আদায় করে ৫শ জনের ৩০ লাখ টাকা জনতা ব্যাংকের শাখায় জমা দেন।

বাদী ১ হাজার জনের ৭৭ লাখ টাকা ওই মাঠ কর্মকর্তারা আত্বসাৎ করেন। আত্বসাতের বিষয়টি জানাজানি হলে ১২ মাঠ কর্মকর্তা ২০০৭ সালের জুন-জুলাই মাস থেকে গা ঢাকা দেন। পরে এসএফডিপি ও জনতা ব্যাংকের যৌথ তদন্তে ওই ১২ কর্মমকর্তা অর্থ আত্বসাতের সাথে জড়িত থাকার প্রমান মিলে। কিন্তু কর্তৃপক্ষ মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। অথচ অভিযুক্তরা তাঁদের কেউ কেউ বিভিন্ন শাখায় বহাল তবিয়তেই আছেন বলে জানা গেছে। আত্বসাতের টাকা উদ্ধারেরও অগ্রসর নেই এসএফডিপির। খোঁজ করেও অর্থ আত্বসাৎকারী কোনো মাঠ কর্মকর্তাকে পাওয়া যায়নি।

জনতা ব্যাংক মতলব শাখা ব্যবস্থাপক মোঃ শাহজালাল বলেন, অর্থ আত্বসাতের সাথে ১২ জন মাঠ কর্মকর্তা জড়িত থাকার প্রমান পাওয়ার পরও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি এসএফডিপি কর্তৃপক্ষ। তাদের অনেকেই বিভিন্ন শাখায় বহাল তবিয়তেই চাকরি করেছেন।

এসএফডিপির উপজেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ১২ মাঠ কর্মকর্তাদের সাথে কোনো যোগাযোগ নেই। আত্বসাৎকৃত টাকা ব্যাংকে পরিশোধের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক

Leave a Reply